নামের আদ্যক্ষরের টাইট আংটিখানা,
আঙ্গুলে সৃষ্টি করেছে ক্ষত;
অর্ধাঙ্গিনীর পূর্ণমাত্রায় উৎপাতের ফলে,
বাড়ির পরিবেশটা হয়েছে উত্তপ্ত;
হায়! আমি যে বিবাহিত।
ম্যারেজ সার্টিফিকেটটা খুললে দেখি,  
উনার সঙ্গে আমার ফটো;
টক-ঝাল-মিস্টি সংসারটা,
চটকাতে চটকাতে হয়েছে বিষাক্ত;
হায়! আমি যে বিবাহিত।
একই রান্না খেতে খেতে,
জিহ্বাখানা হয়ে গেছে তেঁতো;
ভুল না করলেও আমাকেই,
করতে হয় মাথা নত;
হায়! আমি যে বিবাহিত।
সাত জন্মের সম্পর্কের মাশুলটা,  
দিতে হচ্ছে শত শত;
গার্হস্থ্যের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে,
অত্যাচারিত হয়ে প্রাণবায়ু ওষ্ঠাগত;
হায়! আমি যে বিবাহিত।
রাস্তাঘাটে বিপরীত লিঙ্গের ব্যক্তিরা,
তাকায় না আগের মতো;
বিবাহযোগ্য কন্যার পিতা মাতাগণ,  
খোঁজখবর রাখে না আগ্রহবশত;
হায়! আমি যে বিবাহিত।
দাম্পত্যের দেওয়ালে পরকীয়ার ঢেউ,
মাথা ঠুকে মরছে প্রতিনিয়ত;
ব্যাচেলর লাইফের ছবিগুলি দেখলে,
ভাবি সুখী ছিলাম কতো;
হায়! আমি যে বিবাহিত।