ওহে ভাই গিরগিটি,
আমাকে কি শেখাবি রঙ বদলানোর কৌশলটি?
আমাকে দিবি তোর রঙিন ত্বক ধার?
আমারও যে রঙ বদলানো ভীষণ দরকার।
মানুষের রঙ বড্ড একঘেয়ে হয়ে গেছে,
তাই আমি চিঠি লিখছি তোর কাছে।
একই রঙ নিয়ে বাঁচা একটা অভিশাপ,
কিছুতেই খাওয়াতে পারছি না আমি খাপ।
এক রঙ নিয়ে বাঁচার দিন শেষ,
আমি তাই ধারণ করতে চাই ছদ্মবেশ।
সুযোগ বুঝে রঙ বদলানো যাদের স্বভাব,
তাদের কখনও হয়না কোন কিছুরই অভাব।
সরকার বদলের সঙ্গে সুবিধাবাদীও রঙ বদলায়,
কে আদি কে নব্য চেনা দায়।
হঠাৎ করে যখন বড়লোক হয়ে যায়,
পুরানো বন্ধু বান্ধবীরাও সবাই রঙ বদলায়।
বৌভাতের পরে যখন মেকআপ উঠে যায়,
নতুন বউও তার আসল চেহারা দেখায়।