কে তুমি হে অচেনা ষোড়শী,
তোমায় দেখলে মনে হয় ফরাসি।
তোমার ঐ বিশাল ফার্মহাউসের প্রাঙ্গণ,
যেন একটি ফরাসি উপনিবেশের নিদর্শন।
রেস্তোরাঁতে তোমাকে আমি দেখি প্রায়ই,
তুমি ইচ্ছামতো খাও ফ্রেঞ্চ ফ্রাই।
তোমার পাতলা পোশাকে দৃশ্যমান সব,
যেন একবিংশ শতাব্দীর ফরাসি বিপ্লব।
তোমার কাছে গেলে আমার দমবন্ধ,
এটা হয়তো বিখ্যাত ফরাসি সুগন্ধ।
তোমাকে ভালোবেসে যদি দিই মন,
তুমি আমাকে করবে ফরাসি চুম্বন।
তোমায় নিয়ে লিখবো প্রেমের উপন্যাস,
যার শিরোনাম হবে 'ফরাসি রোমান্স'।