তুমি বিবাহিতা আর আমিও বিবাহিত,
তাতে কি যায় আসে বলতো।
দু'জনে দু'জনের দু'টি হাত ধরি,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি ক্ষুধার্ত আর আমি পিপাসার্ত,
দাম্পত্যের ঘানি টেনে উভয়েই ক্লান্ত।
এভাবে না বেঁচে চলো মরি,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি অতৃপ্ত আর আমি ক্ষিপ্ত,
চলো বাসনার খেলায় হই লিপ্ত।
নতুন করে আবার প্রেমে পড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি সম্পৃক্ত আর আমি অতিপৃক্ত,
অসার সংসারে হয়ে উঠেছি বিরক্ত।
নতুন ভালোবাসার হোক হাতে খড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি সহনশীল আর আমি প্রতিক্রিয়াশীল,
তোমার আমার মাঝে অনেক গরমিল।
একে অপরের এই শূন্যস্থান ভরি,
হে সখী,এসো পরকীয়া করি।
বিবাহ মানে নয় যাবজ্জীবন কারাদণ্ড,
সাত জনমের সম্পর্ক খন্ড বিখন্ড।
তুমি হও আমার বিশ্বস্ত সহচরী,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি বন্দিত আর আমি নিন্দিত,
তোমায় দেখে আমার হৃদয় স্পন্দিত।
চলো কেটে ফেলি রক্ষণশীলতার দড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।
চারিদিকে বইছে সন্দেহের দমকা বাতাস,
বিশ্বাস ত্যাগ করেছে শেষ নিঃশ্বাস।
মিথ্যা প্রতিশ্রুতিগুলি দিচ্ছে ধুলায় গড়াগড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।
তোমার আর আমার সাধের গার্হস্থ্য,
উদিত হওয়ার আগেই যেন সূর্যাস্ত।
চলো বাড়ি ফেরার ট্রেনে চড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।
তুমি অত্যাচারিত আর আমি লাঞ্ছিত,
মোদের জীবনসঙ্গী নয় কিছুতেই বাঞ্ছিত।
চলো নতুন করে আশিয়ানা গড়ি,
হে সখী,এসো পরকীয়া করি।