ভাগ্যিস এমন যদি হতো,
প্রতিদিন জীবনে কেউ আসতো।
বর্ষার সঙ্গে বৃষ্টিতে ভিজতাম,
তন্দ্রার সঙ্গে ঘুমিয়ে পড়তাম।
স্বপ্নাকে নিয়ে স্বপ্ন দেখতাম,
কবিতাকে নিয়ে কবিতা লিখতাম।
ছন্দার মধ্যে ছন্দ খুঁজতাম,
শান্তির মধ্যে শান্তি পেতাম।
রেখার সঙ্গে দেখা করতাম,
সীমার সঙ্গে সীমিত থাকতাম।
আশার আশায় বসে থাকতাম,
রূপসীর রূপে ঝলসে যেতাম।
তিলোত্তমার তিল আবিষ্কার করতাম,
মধুরিমার মধু সংগ্রহ করতাম।
মন্দিরার সঙ্গে মন্দিরে যেতাম,
প্রতিমার সঙ্গে প্রতিমা দেখতাম।
সঙ্গীতাকে নিয়ে গান গাইতাম,
ঈশিতাকে নিয়ে ঈর্ষা করতাম।
নিবেদিতাকে প্রেম নিবেদন করতাম,
পরিণীতার সঙ্গে পরিণয় করতাম।
মালাকে গিয়ে মালা পরাতাম,
অনুরাধাকে নিয়ে ঘর বাঁধতাম।
মালতির সঙ্গে মিলিত হতাম,
প্রিয়ার সঙ্গে পরকীয়া করতাম।