তোমাকে দেখতে গিয়ে যখন প্রথম আলাপ,
দু'জনের বরফ গলানোর জন্য প্রয়োজনীয় উত্তাপ;
সবটাই সরবরাহ করেছিলো একটি চায়ের কাপ।
বাসর ঘরে ফুলশয্যায় রাতভর সহবাসের চাপ,
পরের দিন দু'জনের চোখেমুখে ক্লান্তির ছাপ;
নিমিষেই দূর করেছিলো একটি চায়ের কাপ।
অতিক্রম করে দাম্পত্য জীবনের প্রথম ধাপ,
দু'জনে জেগে যখন হলাম মা বাপ;
নিদ্রা দূর করেছিলো একটি চায়ের কাপ।
আজ তোমাকে স্পর্শ করাটাও আমার পাপ,
একদিন ঠিকই লাগবে তোমায় আমার অভিশাপ;
তখন সাক্ষী থাকবে একটি চায়ের কাপ।
তোমার জন্য বন্ধ করে হৃদয়ের ঝাঁপ,
নতুন প্রেমের আনন্দে হবো আমি ছয়লাপ;
তখন কিনে আনবো নতুন চায়ের কাপ।