একটিমাত্র তার দিয়ে তৈরি একতারা,
বিরহের করুণ সুরে বাজে বেচারা।
তার অন্তর যতই হোক রিক্ত,
বাউল গানে হয়ে ওঠে সম্পৃক্ত।
তাকে যখন বাজায় বাউল ফকির,
গৃহস্থের মনটা হয়ে উঠে অধীর।
সে যেন বলে,"হে গৃহবাসী,
শান্তি চাইলে হতে হবে সন্ন্যাসী।
যে ভিখারিকে দেয় না ভিক্ষা,
সে একদিন পাবে উচিত শিক্ষা।
পরের জন্য যদি খুঁড়িস গর্ত,
সেই গর্তে তুই হবি পতিত।
যে দিনরাত পান করে মদ,
তার কাছে আমার সুর মহৌষধ।"
স্বার্থপর দুনিয়ায় সম্পর্কের নেই স্থায়িত্ব,
যার প্রমাণ একতারার তারের একাকীত্ব।
সে এতটাই হয়ে উঠেছে মরিয়া,
খমকের তারের সঙ্গে করছে পরকীয়া।
সে ভাবে কবে হবে পদোন্নতি,
দোতারা হলে তার আসবে স্ত্রী।