একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন সহ্য করে যাও সবার গালি;
সেদিন যে পাবে হলভর্তি লোকের হাততালি।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন নিজের বাণে দিয়ে যাও শান;
সেদিন যে করতে হবে অব্যর্থ শরসন্ধান।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন যুদ্ধে পরাজয় স্বীকার করিও না;
সেদিন কাউকে তুমি জীবিত ছাড়িও না।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন ভিতরে জমিয়ে রাখো তোমার জেদ;
সেদিন যে করতে হবে শত্রুর শিরশ্ছেদ।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন তুমি টেনে তুলো রথের চাকা;
সেদিন আকাশে উড়াবে তোমার বিজয় পতাকা।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন তোমার বন্দুকে ভরে রাখো গুলি;
সেদিন যে উড়াতে হবে বিশ্বাসঘাতকের খুলি।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন চালিয়ে যাও বোমা বানানোর কাজ;
সেদিন সবাই শুনবে তোমার বিস্ফোরণের আওয়াজ।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন হেসে সংবরণ করো তোমার ক্রোধ;
সেদিন গুনে গুনে নিতে হবে প্রতিশোধ।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন কঠোর পরিশ্রম করে যাও খুব;
সেদিন সব সমালোচক হয়ে যাবে চুপ।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন কান দিও না কারোর মন্তব্যে;
সেদিন তুমি পৌঁছতে পারবে তোমার গন্তব্যে।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন নীরবে নিভৃতে করে যাও কাজ;
সেদিন তোমায় স্বীকৃতি দেবে এই সমাজ।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন আটকাও নিজের দুই চোখের জল;
সেদিন যে আদায় করতে হবে সুদ-আসল।
একদিন তোমারও সময় আসবে হে বন্ধু,
ততদিন যাও গান আর কবিতা লেখে;
সেদিন বিপ্লব আসবে তোমার গীতিকবিতা থেকে।