বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে,
সবকিছুই আজ এক ক্লিক দূরে।
এক ক্লিক করলে ক্যামেরা বটন,
সেলফি তোলা যায় মনের মতন।
স্পিড পোস্ট যেখানে করে ফেল,
একে ক্লিকেই চলে যায় ইমেইল।
কাটিয়ে দুটি অচেনা ব্যক্তির দূরত্ব,
এক ক্লিকেই হয় ফেইসবুকে বন্ধুত্ব।
দূর করে সাক্ষাৎ করার ধকল,
এক ক্লিকেই হয় ভিডিও কল।
এক ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে,
পাকা হয়ে যায় পাত্র-পাত্রীর বিয়ে।
ভুলে যান দোকানে দোকানে হাঁটা,
এক ক্লিকেই হয়ে যায় কেনাকাটা।
যদি ইচ্ছা হয় খেতে রকমারি,
এক ক্লিকেই হবে ফুড ডেলিভারি।
আর প্রয়োজন নেই ব্যাংকে যাওয়ার,
এক ক্লিকেই অ্যাকাউন্ট খুলুন আপনার।
জানলে ইউপিআই কিংবা মোবাইল নাম্বার,
এক ক্লিকেই পেমেন্ট,ফান্ড ট্রান্সফার।
যদি থাকে ট্রেডিং করার শখ,
এক ক্লিকেই বেচাকেনা যায় স্টক।
যদি কোথাও যেতে হয় দেরি,
এক ক্লিকেই বুক করুন গাড়ি।
যদি কখনো আপনি হারিয়ে যান,
এক ক্লিকেই দেখুন ম্যাপে লোকেশন।
নির্বাচন করতে একটি নতুন সরকার,
ইভিএমে ভোটারের এক ক্লিকই দরকার।
কম্পিউটার মাউসের শুধু এক ক্লিকে,
স্যাটেলাইট ছুটে যায় মহাকাশের দিকে।
অতিক্রম করে কয়েক হাজার মাইল,
এক ক্লিকেই আঘাত হানে মিসাইল।