আজকাল একটা কথা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,
"এক ব্যক্তিতে আসক্ত মানুষেরা ঠকে যায়"।
আপনি স্ট্যাটাস দেন এক ব্যক্তিতে আসক্ত,
সেই ব্যক্তিও কি আপনার জন্য নিবেদিত?
আপনি যাকে দেন আপনার ফার্স্ট প্রেফারেন্স,
তার কাছে হয়তো আপনি জাস্ট রেফারেন্স।
যাকে আপনি দিচ্ছেন আপনার মূল্যবান সময়,
সে হয়তো অন্য কারোর আপনার নয়।
যাকে আপনি দিচ্ছেন আপনার জীবনে স্থান,
তার চোখে হয়তো আপনার নেই সম্মান।
সাত পাক ঘুরে সাত জনমের সময়কাল,
মানুন আর নাই মানুন ব্যবধানটা বিশাল।
আদর্শ দম্পতি বলে কিছু হয় না,
নিঃস্বার্থভাবে কেউ কারোর পাশে রয় না।
হঠাৎ পেলে বন্যার নতুন জলের ছোঁয়া,
সবাই খেতে চায় পরকীয়া প্রেমের মোয়া।
প্রেম শুধুমাত্র দেখা যায় রোমান্টিক সিনেমাতেই,
প্রকৃত ভালোবাসা বলতে আসলে কিছুই নেই।
যদি সারা জীবন করতে হয় দাসত্ব,
কি লাভ দেখিয়ে এমন অন্ধ আনুগত্য?!