এতদিন শরীর দেখিয়ে তোমার ফিরেছে সম্বিত,
যখন তুমি অনুভব করেছো এসেছে শীত।
তোমার নিজের হাতে বুণা উলের চাদর,
আমাকে পরিয়ে দিয়ে তুমি করো আদর।
এতে যদি তোমার ঠান্ডা লেগে যায়,
তুমি আশ্রয় নাও আমার লেপের তলায়।
তুমি যদি আমাকে দিতে পারো সঙ্গ,
তোমার আমার সম্পর্ক হয়ে উঠবে অন্তরঙ্গ।
তুমি যদি আমাকে ভাবতে পারো আপন,
একই বিছানায় করতে পারো নিশি যাপন।
তুমি যদি কাটিয়ে উঠতে পারো ইতস্ততা,
উপভোগ করতে পারো আমার আলিঙ্গনের উষ্ণতা।
নিজেকে যদি তোমার একাকী মনে হয়,
আমার সঙ্গে করতে পারো বাক্য বিনিময়।
মোদের দু'জনের দুটি মনে একটাই জিজ্ঞাসা,
সমাজ কি মেনে নেবে এই ভালোবাসা?
তোমার তৃষ্ণার্ত দৃষ্টিতে এ কিসের ইঙ্গিত?
সারা ঘরে বেজে উঠেছে বাসনার সংগীত।
এদিকে রাত গড়িয়ে যখন হবে নিঝুম,
দুটি চাতক পাখির চোখে নেই ঘুম।
তোমার নীরবতায় মিলনের সম্মতি আছে জেনে,
আমি তোমাকে নেবো আমার বুকে টেনে।
তোমার অভ্যন্তরে যখন আমি করবো প্রবেশ,
দু'জনের দুটি দেহে হবে রেনেসাঁর উন্মেষ।
যখন তুমি লাভ করবে চরম পুলক,
খুলে পড়ে যাবে তোমার নাকের নোলক।
তোমার আমার চকমকি পাথরের হলে ঘর্ষণ,
আগুন জ্বলে হবে দুটি ত্বকের কথোপকথন।