হে বহু স্মৃতিবিজড়িত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে,
তুমি স্থান করে নিয়েছো আমার হৃদয়ে।
যতবারই বেড়াতে আসি মামার বাড়ি,
তোমার মায়াবী প্রেমে ধরা পড়ি।
তুমি সদ্য বিবাহিতা নববধূর বেশে,
ঘোমটা দিয়ে দাঁড়াও সামনে এসে।
দমদম বিমানবন্দরে নেমে দম নিয়ে,
রওনা দিই তোমার উপর দিয়ে।
আমার মতো যারা আছে বহিরাগত,
তুমি বুকে জড়িয়ে জানাও স্বাগত।
তোমার ঐ পুরু পিচের আস্তরণ,
আমায় সানন্দে করে নেয় বরণ।
তোমার সঙ্গে করতে গিয়ে রোমান্স,
টোল গেইটে দিতে হয় টোল ট্যাক্স।
যাত্রাপথে যখন অনুভব করি ক্লান্তি,
শক্তিগড়ের ল্যাংচা খেয়ে পাই শান্তি।
যাওয়ার সময় তোমাকে লাগে একঘেয়ে,
আসার সময় চোখের নিমিষে যাও ফুরিয়ে।