হয়তো মানুষ চিনতে পারবো না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই প্রকৃত বন্ধু হয়ে আসিস।
হয়তো দাম্পত্য সুখ পাবো না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই পরকীয়া প্রেম হয়ে আসিস।
হয়তো দুর্ভাগ্য দূর হবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই সৌভাগ্যের প্রতীক হয়ে আসিস।
হয়তো ইচ্ছা পূরণ হবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই কল্পতরু উৎসব হয়ে আসিস।
হয়তো ব্যর্থতা পিছু ছাড়বে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই সাফল্যের চাবিকাঠি হয়ে আসিস।
হয়তো অশ্রু বন্ধ হবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই পকেটের রুমাল হয়ে আসিস।
হয়তো পুরানো ক্ষত শুকাবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই ধন্বন্তরি মলম হয়ে আসিস।
হয়তো হতাশার মেঘ কাটবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই আশার সূর্য হয়ে আসিস।
হয়তো ছন্দ মিলাতে পারবো না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই নতুন কবিতা হয়ে আসিস।
হয়তো জীবন সংগ্রাম থামবে না,
তাই হে দুই হাজার পঁচিশ;
তুই শান্তি চুক্তি হয়ে আসিস।