আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ আজ অবধি,
পুরুষের মধ্যে রাম,নারীর মধ্যে দ্রৌপদী।
সতী,সীতা,গান্ধারী,সাবিত্রী আর বেহুলা;
সবার অবদান কিছুতেই যাবে না ভুলা।
তবুও যাকে আমি দিতে চাই হাততালি,
সে যে আর কেউ নয়-পাঞ্চালী।
শাশুড়ি কুন্তীর আদেশ পালন করতে গিয়ে,
সে মুখ বুঁজে করেছিলো পঞ্চপান্ডবকে বিয়ে।
পাঁচজন স্বামীকে সে যেমন মেনে নিয়েছিলো,
তাদের ঔরসে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলো।
যে স্বামীগণ তাকে দ্যূতক্রীড়ায় বাজি রেখেছিলো,
অপমানিত হয়েও সে তাদের ঘর করেছিলো।
বারো বছর বনবাস,এক বছর অজ্ঞাতবাসে;
সে হাসিমুখে ছিলো সবসময় তাদের পাশে।
অশ্বথামা যখন পান্ডব শিবিরে হত্যালীলা চালায়,
সে তার ভাই আর পুত্রদের হারায়।
স্বর্গারোহণের পথে যখন সে পড়ে যায়,
সে তার পতনের কারণ জানতে চায়।
যুধিষ্ঠির জানায় সে করেছিলো একটাই অন্যায়,
অর্জুনকে বেশী ভালোবাসতো অন্য স্বামীর তুলনায়।
যে তাকে জয় করেছিলো স্বয়ম্বর সভায়,
তার প্রতি পক্ষপাতিত্ব করাটা কি অন্যায়?!