চারিদিকে অশ্লীলতা আর ব্যভিচার,
নারী ভুলেছে তার সংস্কার।
দেবী দুর্গা জবাব দাও,
তুমি নীরব দর্শক নও।
গৃহবধূ শশুর-শাশুড়িকে করেনা সম্মান,
রান্না করাকে ভাবে অপমান।
দেবী দুর্গা জবাব দাও,
তুমি কি অন্নপূর্ণা নও?
মায়াকান্না যদি সত্যি হয়,
পুরুষের কান্না কেন নয়?
দেবী দুর্গা জবাব দাও,
তুমি মাটির মূর্তি নও।
বিচারের নামে হচ্ছে প্রহসন,
পুরুষের সঙ্গেও হচ্ছে ধর্ষণ।
দেবী দুর্গা জবাব দাও,
তুমি কি নিরপেক্ষ নও?
স্ত্রীর হাতে স্বামী খুন,
আজকাল নয় আর নতুন।
দেবী দুর্গা জবাব দাও,
তুমি কি প্রতিব্রতা নও?
মহিষাসুর বধ করলেই হবে?
মহিলাসুর বধ করবে কে?
দেবী দুর্গা জবাব দাও,
তুমি পুরুষের মা নও?