সাপের কামড়ে ক’জন মরে?
যতজন মারা যায় ডরে।
ভূতও এতটা করে না ভর,
যতটা ভর করে ডর।
ডর হলো একটা অবাধ্য ঘোড়া,
যে ক্রমশঃ হয়ে উঠে লাগামছাড়া।
অবচেতন মনের গোপন গোরস্থান,
হল ডরের নিরাপদ বাসস্থান।
ডরকে যদি না কর দমন,
সে পাঠাবে তোমাকে সমন।
যদি বুক ধড়ফড় করে,
শ্বাসপ্রশ্বাস নাও জোরে জোরে।
ডরের সঙ্গে যদি কর আপোষ,
হয়ে থাকবে তার পাপোশ।
ডর হল একটা চোরাবালি,
যা নিচে টানে খালি।
পরিধান করে দুঃসাহসের দস্তানা,
গুঁড়িয়ে দাও ডরের আস্তানা।
যদি হতে চাও সফল,
ভেঙে ফেলো ডরের শিকল।
তুমি যদি হতে পারো ডরহীন,
জীবনটা হয়ে উঠবে অসীম।
তাই হাতে চাবুক ধরো,
আর ডরকে শাসন করো।