হ্যালো, আপনার একটি পার্সেল আছে;
আজ এই কথাটি কমন সকলের কাছে।
ছেলেটির বয়স বেশী নয় ছিপছিপে তার গড়ন,
পরনে টি-শার্ট ও রিপড জিন্স কানে হেডফোন।
তার পিঠে বোঝাই বিশালাকার ব্যাগের ভার,
চড়ে আসে কখনও স্কুটি কখনওবা পালসার।
ডেলহিভারি,এক্সপ্রেসবিজ কিংবা ইকার্ট;
ফেডেক্স,ইকম এক্সপ্রেস কিংবা ব্লু ডার্ট।
নিজে ফুটপাতের হাওয়াই চপ্পল পড়ে হেলায়,
তিন হাজার টাকার জুতো পৌঁছে দিয়ে যায়।
নিজের ফাটা টাচস্ক্রীনের মোবাইলটা ছেড়ে,
সে খুশী আইফোন কাস্টমারকে দিতে পেরে।
সিওডির সংগৃহীত টাকায় তার যে পার্স হয় পূর্ণ,
দিনের শেষে অফিসে জমা দিলে হয়ে যায় শূন্য।
এখন আর আগেরমত দেয়না যে কেউ অর্ডার,
প্রথম বেলাতেই সব মাল হয়ে যায় ডেলিভার।
করোনার কারণে আজ তার কপালে চিন্তার ভাঁজ,
যদি নিজে ছাঁটাই হয়ে চলে যায় তার এই কাজ।
সেদিন গার্লফ্রেন্ডের হাত ধরে কথা দিয়েছিলো যে,
এবার বেতন বাড়লে তাকে নিয়ে পালিয়ে যাবে সে।