অনেক হয়েছে এবার বিদায় হও করোনা,
দোহাই তোমার তুমি কিন্তু আর ফিরোনা।
পৃথিবী থেকে মুছে নাও তোমার চরণধুলা,
তবে তোমার দেখানো পথ যাবেনা ভুলা।
তুমি দেখালে মানুষের অখাদ্য আর অনাচার,
তুমি শেখালে মাস্ক-গ্লাভস পড়ে চেষ্টা বাঁচার।
তুমি দেখালে অর্থনীতি ও শেয়ারবাজারে ধ্বস,
তুমি শেখালে ধৈর্য্য, কষ্টসহিষ্ণুতা আর সাহস।
তুমি দেখালে পরিবারকে কিভাবে সময় দেওয়া,
তুমি শেখালে কুড়ি সেকেন্ড যাবৎ হাত ধোয়া।
তুমি দেখালে লকডাউন-স্টে অ্যাট হোমের গুরুত্ব,
তুমি শেখালে ১ মিটার ব্যবধানে সামাজিক দুরত্ব।
তুমি দেখালে সবাই একসাথে ঘুরে দাঁড়ানো,
তুমি শেখালে ইমিউনিটি পাওয়ার বাড়ানো।
তুমি দেখালে করমর্দন ছেড়ে নমস্কার সংস্কৃতি,
তুমি শেখালে প্রযুক্তিবিদ্যার চেয়ে বড় প্রকৃতি।
তুমি দেখালে কোয়ারেন্টাইন ও আইসোলেশন ভীতি,
তুমি শেখালে প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো নীতি।
আবার আসুক ঘুরে আগের সেই হাসিখুশির মরশুম,
শিক্ষা যা দেওয়ার দিয়ে গেলো করোনার ক্লাসরুম।