বাড়ীর বাইরে বেরোনোটা আজ বারণ,
ঘরের ভেতরে নিয়েছি স্বেচ্ছা নির্বাসন।
দিন কেটে গেলেও কাটেনা রাতের প্রহর,
লকডাউনের কবলে অবরুদ্ধ গ্রাম-শহর।
আপামর মানুষের মনে ত্রাহি ত্রাহি রব,
তবে কি এবার বরবাদ হবে চৈতপরব?
কোকিলের কুহুধ্বনিতে যে করুণ রোদন,
অচিরেই দেবী দশভূজার অকাল বোধন।
সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে হাঁটা,
তবে কি তোমার পূজার আনন্দে পরবে ভাঁটা?
যদি অবলুপ্তই হয়ে যায় সমগ্র মানবকূল,
কে দেবে তোমায় অঞ্জলির বেলপাতা-ফুল?
চাইনা আমি রাজা সুরথের হারানো রাজপাট,
শুধু চাই আমার প্রাণচঞ্চল চড়ক মেলার মাঠ।
নববর্ষের বাতাসে উড়ুক ব্যাধি-বিজয়ের বৈজয়ন্তী,
করোনা বিনাশিনীরূপে আবির্ভূতা হও মা বাসন্তী।