চুরিবিদ্যা বড় বিদ্যা না পড়লে ধরা,
কারণ ধরা পড়লে শাস্তি হয় কড়া।
তবু চোরের দল যুগ যুগান্তর ধরে,
পরিণতির কথা না ভেবেই চুরি করে।
চলুন কিছু চোরের সঙ্গে করাই পরিচয়,
যাদের ক্ষেত্রে চুরি করা অপরাধ নয়।
যেমন বৃন্দাবনে গোপীদের কাপড় চুরি করে,
বালক শ্রীকৃষ্ণ লুকিয়ে রাখতো গাছের উপরে।
যেমন গরুর বাছুর তার দড়ি ছিঁড়ে,
চুরি করে মায়ের দুধ পান করে।
যেমন পরাগরেণু চুরি করে রঙিন প্রজাপতি,
অনুমতি না নিয়েই ফুলকে বানায় গর্ভবতী।
যেমন মাছরাঙা পাখি সারাদিন ওত পেতে,
মাছ চুরি করে মানুষের পুকুর থেকে।
যেমন ত্বকের আর্দ্রতা চুরি করে শীতকাল,
রুক্ষ আর বিবর্ণ করে তুলে গাল।
যেমন গ্রীষ্মকালে সূর্য তেজ বাড়িয়ে দেয়,
চুরি করে জলাশয়ের জল শুষে নেয়।
যেমন প্রেমিক একটানা বাজিয়ে ডাকাতিয়া বাঁশরী,
করে তার প্রেমিকার রাতের ঘুম চুরি।
যেমন লাস্যময়ী নারী চালিয়ে চোখের ছুরি,
প্রকাশ্য দিবালোকে করে পুরুষের মন চুরি।