বাইরে বইছে কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহ,
পাহাড়ের ঢাল বেয়ে নামছে হিমবাহ।
জমে বরফ হচ্ছে হ্রদের জল,
ভিড় করছে পরিযায়ী পাখির দল।
সাগুদানার মতো হচ্ছে তুষার বৃষ্টি,
এক মায়াবী আবেশ হয়েছে সৃষ্টি।
দেখতে দেখতে হয়ে গেছে রাত,
আমার হাতে রয়েছে তোমার হাত।
কুয়াশার কারণে কমে গেছে দৃশ্যমানতা,
দু’জনের মুখে নেই কোন কথা।
স্ট্রিট লাইটের রোম্যান্টিক মৃদু আলো,
এই আবহাওয়ায় লাগছে ভীষণ ভালো।
রাস্তাঘাট হয়ে গেছে একেবারে শুনশান,
এসো সেরে ফেলি মোদের বাগদান।
হঠাৎ করে গাছের উপর থেকে,
করুণ সুরে প্যাঁচা উঠেছে ডেকে।
দূরে কোথাও বাজছে বেহালার সুর,
চারিদিকের পরিবেশটা হয়ে উঠেছে বিরহবিধুর।
সুদীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণায় ভুগে ভুগে,
প্রিয়তমা,চলো ফিরে যাই হিমযুগে।