পেকে যাচ্ছে দাড়ি,গোঁফ আর কেশ;
ভাবছেন চল্লিশ বছর বয়সেই সব শেষ।
আপনার আয়ু যদি আশি বছর হয়,
তবে চল্লিশ বছর বয়স কিছুই নয়।
চল্লিশ বছর বয়স হচ্ছে সিনেমার ইন্টারভ্যাল,
যেন সাড়ম্বরে আয়োজিত পার্ক স্ট্রিটের কার্নিভ্যাল।
চল্লিশ বছর বয়স একটা জলপান বিরতি,
পরবর্তী চল্লিশ বছরের জন্য আগাম প্রস্তুতি।
চল্লিশ বছর বয়স এমন একটি ফিলিংস,
যেন টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় ইনিংস।
চল্লিশ বছর বয়স এমন একটা মাইলস্টোন,
যা বদলে দেয় জীবনের প্রতি দৃষ্টিকোণ।
চল্লিশ বছর বয়স এমন একটা সীমানা,
যা পার করলেই মিলে মুক্তির পরোয়ানা।
চল্লিশ বছর বয়স এমন একটা অভিজ্ঞতা,
পরবর্তী চল্লিশ বছর কাজে লাগে যা।
চল্লিশ বছর ধরে সহ্য করা অত্যাচার,
পরবর্তী চল্লিশ বছর সময় প্রতিশোধ নেওয়ার।
চল্লিশ বছর যাকে দেখে ভালো লেগেছে,
সে এখন কিশোরী থেকে যুবতী হয়েছে।
চল্লিশ বছর যে ইচ্ছা অপূর্ণ রয়েছে,
তা এখন পূরণ করার সময় হয়েছে।
তাই চল্লিশ বছর বয়স কিছুই নয়,
সেখান থেকে নতুন জীবন শুরু হয়।