বারো মাসের শেষ মাস,
সারা বছরের হিসাব নিকাশ।
তাই তাড়া দেয় পাওনাদার,
পাওনা টাকা চায় বারবার।
পসরা সাজিয়ে সব দোকানপাট,
শুরু হয় চৈত্রের হাট।
ঘরবাড়ি করতে গিয়ে পরিষ্কার,
নাজেহাল অবস্থা শাশুড়ি বৌমার।
সংগ্রহ করে আকন্দ ফুল,
গৃহিণী মালা গাঁথতে ব্যাকুল।
বিষকাঁটালি আর আট কাঁটা,
পুড়িয়ে তার উপর হাঁটা।
আজকাল হারিয়ে গেছে গাজন,
বাজনার তালে হরগৌরীর নাচন।
মৃন্ময়ীর মাঝে চিন্ময়ীকে খোঁজা,
পালিত হয় বাসন্তী পূজা।
এভাবে চলে গেলে চৈত্র,
জীবনে আসুক চৈতালি মৈত্র।