চারিদিকে শোনা যায় কিসের শোর?
তাকিয়ে দেখি ঋতুদের রিলে দৌড়।
শেষ নিঃশ্বাস ফেলে শেষ রাতে,
শীত ব্যাটন দিয়েছে বসন্তের হাতে।
পরিবর্তনই জগত সংসারের অমোঘ নিয়ম,
সেটা ঋতুই হোক আর মন।
মঞ্জুর হয়েছে প্রেমিক প্রেমিকার দোয়া,
চারিদিকে লেগেছে ফাগুনের মায়াবী ছোঁয়া।
আম গাছে এসেছে আমের মুকুল,
যৌবনের উচ্ছাসে প্লাবিত হৃদয়ের দুকূল।
সজনে গাছে ফুটছে অসংখ্য কলি,
মধু সংগ্রহের ব্যস্ত মাতাল অলি।
পলাশ আর উদাল ফুলের সমারোহ,
জাগিয়ে তুলে কবিতা রচনার মোহ।
কোকিল গরম জলে করছে গার্গল,
কিছুদিন বাদেই ডাকতে হবে অনর্গল।
এতদিন লাগিয়ে ছিলে কার্ডিগানের বোতাম,
দেখতে পারিনি তোমার বুকের খাঁজখান।
সামনেই বহু প্রতীক্ষিত বসন্ত পঞ্চমী,
তোমায় নিয়ে বাইকে ঘুরবো আমি।
তুমি পরে হলুদ রঙের শাড়ি,
সরিষা ক্ষেতে চলে এসো তাড়াতাড়ি।