জ্বর যখন ছেড়ে চলে যায়,
দেহে তার প্রভাব প্রকাশ পায়।
বন্যার জলও আজ নেমে গেছে,
কিন্তু তার ক্ষয়ক্ষতি চোখে পড়ছে।
পলি জমে আছে বাড়ির উঠানে,
চলাফেরা করতে হচ্ছে খুব সাবধানে।
উঠে গেছে রাস্তাঘাটের উপরের ছাল,
দেখা যাচ্ছে ভেতরের ইটের কঙ্কাল।
পরিষ্কার হয়ে গেছে সব নর্দমা,
নেই জমা আর কোন আবর্জনা।
ঘোলা হয়ে গেছে পুকুরের জল,
চলে গেছে সব মাছের দল।
দেখলে নদীর ভেঙে যাওয়া বাঁধ,
মনে হয় স্থানচ্যুত মানুষের কাঁধ।
এখনো ঠিকমতো খুলেনি সব দোকানপাট,
তাই স্বাভাবিক হয়নি বাজার হাট।
চারিদিকে ছড়িয়ে আছে একটা দুর্গন্ধ,
জীবন হারিয়েছে তার নিজস্ব ছন্দ।
স্কুল কলেজ যাবে আবার খুলে,
সবাই যাবে এই বন্যাকে ভুলে।