আজ চারিদিকে অবিশ্বাসের দমকা হাওয়া চলছে,
তবুও বিশ্বাস শিবরাত্রির সলতের মতোই জ্বলছে।
এখনো মুষ্টিমেয় কয়েকজন পুরুষই শুধু ধর্ষণকারী,
বাকিরা রাস্তায় নেমে মোমবাতি হাতে আন্দোলনকারী।
এখনো হাতেগোনা নারীই পরপুরুষের হাত ধরে,
অধিকাংশ নারীরাই সুখে ঘর সংসার করে।
এখনো সব স্বামীরাই স্ত্রীকে বিশ্বাস করে,
স্ত্রীর নামে সম্পত্তি লিখে দিয়ে মরে।
এখনো সিংহভাগ স্ত্রীরাও শাঁখা সিঁদুর পরে,
দিনশেষে স্বামীর বাড়ি ফেরার প্রতীক্ষা করে।
এখনো কিছু কুসন্তানই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয়,
বেশিরভাগ সন্তানেরাই বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নেয়।
এখনো হাতে হাতেই আর্থিক লেনদেন হয়,
টাকার রশিদ চাইতে কেউ আগ্রহী নয়।
এখনো কৃষকের আছে সোনালী ফসলের বিশ্বাস,
তাইতো সে লাঙ্গল দিয়ে করে চাষবাস।
এখনো কবির নিজের উপর আছে বিশ্বাস,
কবিতা রূপে প্রকাশ করে কল্পনার নির্যাস।
এখনো আস্তিকের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস,
যতই নাস্তিকেরা তাকে নিয়ে করুক উপহাস।