প্রতীক্ষার কল্পতরুতে কলি এলো এলো করে,          
মাত্র তিন দিনেই ফুল হয়ে ফুটে গেলো ঝরে।  
    
যার জন্য ভুবন জুড়ে এত আড়ম্বর-আয়োজন,  
তার বুঝি সন্তান-সন্ততির আর নেই প্রয়োজন।

তোর ভক্তিরসের অমৃতসুধায় হয়েছিলাম সিক্ত,    
তুই ছাড়া মনের অন্দরমহল একেবারেই রিক্ত।    

পূজোর আনন্দে ভুলে গিয়েছিলাম পথের ক্লান্তি,  
প্রতিকূল প্রকৃতির মাঝেও পেয়েছি পরম শান্তি।    
  
সন্ধ্যারাতে জনস্রোত নেমেছিল জেলায় জেলায়,  
শারদোৎসব পরিণত হয়েছিল এক মিলনমেলায়।  

তিল ধারণে অক্ষম পূজো প্রাঙ্গণ আজ ভাঙা হাট,
মানুষের চোখের জলে পিচ্ছিল বিসর্জনের ঘাট।    
    
ঢাকের শব্দ থেমে গেলেও যেমন থেকে যায় রেশ,  
তেমনি মোদের অন্তরে লেগে আছে তোর আবেশ।    

জগতে এলে সকলের একদিন বিদায় নিতে হবে,  
সময় আর জোয়ার ভাঁটা কার কথায় চলে কবে?  

কৈলাসের আজ প্রাপ্তিযোগ আর পৃথিবী নি:স্ব-অপয়া,  
আলিঙ্গন-মিষ্টিমুখের আড়ালে এ যে বিরহের বিজয়া।