এই স্বার্থপর পৃথিবীতে শুধুমাত্র রক্তের সম্পর্ক,
বাদ দিলে সবকিছুরই পাওয়া যায় বিকল্প।
বিকল্পের খোঁজে রেস্তোরাঁ কিংবা হোটেলে গেলে,
বাড়ির একঘেয়ে খাবার থেকে মুক্তি মিলে।
যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়,
সবাই দুধের স্বাদ ঘোলের বিকল্পে মেটায়।
আজকাল পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন থাকে যত,
উত্তর করতে পারবেন আপনার নিজের পছন্দমত।
চিকিৎসক প্রেসক্রিপশনে যে ঔষধের নাম লেখেন,
না পাওয়া গেলে বিকল্পের নাম বলেন।
প্রয়োগ করে তাদের পবিত্র ভোটাধিকারের অপশন,
জনগণ করে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন।
যখন বিশ্বাস ভেঙে হয় খান খান,
তখন মানুষ করে বিকল্প মানুষের সন্ধান।
যখন প্রধান সড়কে ঘন ঘন ট্রাফিকজ্যাম,
তখন বিকল্প বাইপাস সড়কই একমাত্র সমাধান।
যখন কঠিন বাস্তবের আঘাতে হয় রক্তক্ষরণ,
তখন কোমল কল্পনার বিকল্পে করুন ইচ্ছাপূরণ।