ক্যাজুয়েল-পার্টিঅয়ার ছেড়ে একেবারে ফরম্যাল,
পরিধান আজ বড় বেশী একঘেঁয়ে আর নরম্যাল।
কড়া লাল-নীল-হলুদ ছেড়ে কালো অথবা ধূসর,
কবিতার উর্বর মৃত্তিকা আজ হয়ে উঠেছে ঊষর।
এক মুহূর্তও থেমে নেই সময়ের গতিশীল ঘড়ি,
মোটরসাইকেল ছেড়ে আজ স্কুটির প্রেমে পড়ি।
অভিজ্ঞতার প্রমাণস্বরূপ পাকা চুল-গোঁফ-দাড়ি,
জীবনের অংক না মিলায় আজ দীর্ঘশ্বাস ছাড়ি।
বিবাহের পার্শ্বপ্রতিক্রিয়ায় আমি ফ্যামিলিম্যান,
নিঃসঙ্গতার সঙ্গী আজ সমবয়সী সিলিং ফ্যান।
সাধ আর সাধ্যের সামঞ্জস্যহীনতায় শূণ্য পকেট,
কবিসত্তা প্রকাশের অভাবে আজ অসম্পূর্ণ সনেট।
আয়ু ফুরায়নি বলে বেঁচে আছে দেহের মাঝে মন,
রামধনুর রঙে উদ্ভাসিত হয়েও আজ বিবর্ণ যৌবন।