হে উদীয়মান ভোরের ভানু,
তোমার সামনে আমি নতজানু।
সৃষ্টির সেই ঊষালগ্ন থেকে,
চলেছো তোমার ছাপ রেখে।
ঘন মেঘের বুক চিরে,
তুমি আলোকিত করো পৃথিবীরে।
নিয়ে তোমার শক্তিশালী ফোটন,
উদ্ভিদ করে শ্বেতসার উৎপাদন।
যেদিন লাগে তোমার গ্রহণ,
অন্ধকার বিরাজ করে সর্বক্ষণ।
তুমি সৌভাগ্যরূপে হও উদিত,
আবার দুর্ভাগ্যরূপে যাও অস্তমিত।
তুমি সাম্রাজ্যের উত্থান দেখেছো,
আবার পতন ডেকে এনেছো।
সর্বদা খুলে তোমার আঁখি,
সব ঘটনার থাকো সাক্ষী।
তোমাকে জানিয়ে সর্বোচ্চ সম্মান,
রবীন্দ্রনাথ নিয়েছিলেন ভানুসিংহ ছদ্মনাম।
এক পায়ে দাঁড়ানো সূর্যমুখী,
তোমার কিরণে হয় সুখী।
নিজেকে করে দিয়ে উদাম,
মনের আনন্দে করে রৌদ্রস্নান।