এইতো সেদিন দমদমের ২A গেইট দিয়ে,
বেরিয়ে মামার গাড়িতে উঠে বসেছিলাম গিয়ে।
করোনার কারণে সুদীর্ঘ তিন বছর পরে,
মামার বাড়ি বেড়াতে এসেছিলাম তোমার শহরে।
আমার নানা রঙের দিনগুলি কাটছিলো বেশ,
কিভাবে এত তাড়াতাড়ি হয়ে গেলো শেষ?
আসার সময় যে পথ ফুরাচ্ছিলো না,
যাওয়ার সময় পলক ফেলতে দিলো না।
আমার পোড়া কপালে সুখ বেশী সয়না,
তাই বুঝি আনন্দের মুহূর্তগুলি স্থায়ী হয়না।
এলে একদিন যে ফিরে যেতেই হবে,
সময় কারোর জন্য থেমেছে কি কবে!
দুই সপ্তাহের স্মৃতিতে ব্যাগ ভর্তি করে,
এক ঘন্টায় চলে এসেছি বিমানে চড়ে।
ছাদে নিয়ে গিয়ে প্লাস্টিকের নীল চেয়ার,
জানিনা কবে বসে লিখবো কবিতা আবার।
আবার কবে ব্যালকনিতে বসে দোলনায় দুলবো,
হে দুর্গাপুর, আমি তোমায় কিভাবে ভুলবো?
বেহালার তারে বাজিয়ে বিদায়ের করুণ সুর,
প্রার্থনা করি তুমি ভালো থেকো দুর্গাপুর।