আর্ট স্কুলকে যেদিন বিদায় জানিয়েছি,
রঙ আর তুলিকে ভুলে গিয়েছি।
আকাশ যখন অন্ধকার হয়ে আসে,
হাত চলে যায় কল্পনার ক্যানভাসে।
অজানা কারণে আমাকে দিয়ে আড়ি,
মেঘেরা পালিয়ে চলে যায় বাড়ি।
হঠাৎ যখন উড়ে যায় বক,
আমার চোখ দুটি হয় সার্থক।
জানালার কাঁচে পড়লে বৃষ্টির ফোঁটা,
জেগে ওঠে আমার ভিতরের চিত্রশিল্পীটা।
আঙ্গুল দিয়ে আঁকি কত আকৃতি,
বিনিময়ে দাবি করি না স্বীকৃতি।
নারকেল গাছের ঝুলন্ত লম্বা ডগা,
যেন বর্ষার আলুলিয়ত চুলের আগা।
সৃষ্টি করে বজ্রপাতের বিকট আওয়াজ,
সে করে তার গানের রেওয়াজ।
বাতাসে খসে পড়লে সুপারির খোল,
দেখা যায় তার স্তনযুগল নিটোল।
সে যেন সদ্য যুবতী নারী,
ভালো করে পরতে শিখেনি শাড়ি।
চারিদিকে ছড়িয়ে আসন্ন আষাঢ়ের আঘ্রাণ,
সে লুকিয়ে লুকিয়ে সারে ঋতুস্নান।
আমি এক বিরহ কাতর কবি,
বিরহের রঙে আঁকি বর্ষার ছবি।