কখনো আড়ি তো কখনো ভাব,
কখনো ক্ষতি কখনো বা লাভ।
বন্ধুত্বের মাঝে নেই কোন হিসাব।
কখনো মিসকল তো কখনো এসএমএস,
কখনো সাইলেন্স কখনো বা নয়েজ।
বন্ধুত্বের মাঝে নেই কোন চয়েজ।
কখনো ফেসবুক তো কখনো হোয়াটসঅ্যাপ,
কখনো রবীন্দ্রসঙ্গীত কখনো বা র্যাপ।
বন্ধুত্বের মাঝে নেই কোন জেনারেশন গ্যাপ।
কখনো রাজনীতি তো কখনো খেলা,
কখনো মিছিল কখনো বা মেলা।
বন্ধুত্বের মাঝে নেই কোন স্থান-তারিখ-বেলা।
কখনো আড্ডা তো কখনো ক্লাস,
কখনো ক্যারাম কখনো বা তাস।
বন্ধুত্বের মাঝে নেই কোন অবকাশ।
কখনো রেস্তোরাঁ তো কখনো শপিংমল,
কখনো সিগারেট কখনো বা বিয়ারের বোতল।
বন্ধুত্বের মাঝে নেই কোন প্রোটোকল।
কখনো ফ্যান্টাসি তো কখনো ফান,
কখনো ক্যান্ডি ক্রাশ কখনো বা টেম্পল রান।
বন্ধুত্বের মাঝে নেই কোন শূণ্যস্থান।
কখনো মন্দিরের প্রসাদ তো কখনো ফাষ্টফুড,
কখনো ফ্রেন্ডলি কখনো বা এক্সট্রিমলি রুড।
বন্ধুত্বের মাঝে নেই কোন ফিক্সড মুড।