তার ভেতরে একরাশ পুঞ্জীভূত অভিমান,
তাইতো পুরুষের বুক থাকে সমান।
তার ভেতরে বসানো নেই কল,
তাইতো পুরুষের চোখে নেই জল।
তার ভেতরে থাকে সত্যিকারের ভালোবাসা,
তাইতো পুরুষকে নিয়ে হয় তামাশা।
তার ভেতরে থাকে অন্ধ আনুগত্য,
তাইতো পুরুষের ভেঙে যায় দাম্পত্য।
তার ভেতরে থাকে নরম মন,
তাইতো পুরুষের হয় মানসিক নির্যাতন।
তার ভেতরে থাকে আসল হৃদয়,
তাইতো পুরুষ হৃদরোগে আক্রান্ত হয়।
তার ভেতরে আছে এক ছেলে,
তাইতো পুরুষকে যেতে হয় জেলে।
তার ভেতরে রয়েছে এক ভাই,
তাইতো পুরুষের জন্য আইন নাই।
তার ভেতরে বাস করে পতি,
তাইতো পুরুষের চায় সবাই ক্ষতি।
তার ভেতরে বেঁচে থাকে পিতা,
তাইতো পুরুষের জ্বালানো হয় চিতা।