আজকাল আমার বড্ড হিংসে হয়,
যখন দেখি সে আমার নয়।
যাকে একদিন ভেবেছিলাম আমি আপন,
কিন্তু করে রেখেছিলাম খুব গোপন;
যাকে নিয়ে করতে পারিনি নিশিযাপন।
যে হতে পারতো শুধুই আমার,
কিন্তু হয়ে গেলো অন্য কারোর।
অবশ্য তাকে দোষ দেবো কি?
আমিই তো তাকে বলিনি ভালোবাসি।
আমার এমনই যে পোড়া কপাল,
তার সঙ্গে দেখা সকাল সকাল।
হঠাৎ খুব চেনা কণ্ঠস্বর শুনে,
আমি বাইক থামিয়ে দেখলাম পেছনে।
পরে ভাবলাম কি বলবে লোকে,
যদি তাকিয়ে থাকি তার চোখে।
সেও একটু দ্বিধা বোধ করলো,
আমার থেকে মুখ সরিয়ে দাঁড়ালো।
সে যে বদলে গেছে অনেকটা,
আজ সে দুই সন্তানের মা।
সঙ্গে তার বরকে ভালোভাবে দেখলাম,
আর আমার সঙ্গে তুলনা করলাম।
যা হওয়ার হয়তো ভালোই হয়েছে,
সে তো খুব সুখেই আছে।
আমি যদি সত্যিই তাকে পেতাম,
এমন সুখে কি রাখতে পারতাম?
সে চলে গেলো গাড়িতে চড়ে,
আমিও এক্সেলেটরে চাপ দিলাম জোরে।
যে প্রেমকে জীবনে দিইনি স্থান,
তাকে কবিতায় আজ করলাম বয়ান।