আরাধনার দশটি মেয়ে
মোটেই সুবিধার নয়,
একটি কোথা পালিয়ে গেলো
রইল বাকি নয়।
আরাধনার নয়টি মেয়ে
করতে গেল হাট,
একটি কেউ অপহরণ করলো
রইল বাকি আট।
আরাধনার আটটি মেয়ে
মানুষের পকেটে দিতো হাত,
একটি ধরা পড়ে গেলো
রইল বাকি সাত।
আরাধনার সাতটি মেয়ে
গেলো বিদ্যালয়,
একটি পরীক্ষায় অকৃতকার্য হলো
রইল বাকি ছয়।
আরাধনার ছয়টি মেয়ে
করতে গেলো চার্জ,
একটি ম'ল মোবাইল বিস্ফোরণে
রইল বাকি পাঁচ।
আরাধনার পাঁচটি মেয়ে
গেলো বিউটি পার্লার,
একটি জড়ালো সেক্স র্যাকেটে
রইল বাকি চার।
আরাধনার চারটি মেয়ে
জ্বলে টিম টিম,
একটি ম'ল ভিরমি খেয়ে
রইল বাকি তিন।
আরাধনার তিনটি মেয়ে
হাতে ফুটলো সুঁই,
একটি খেলো ধনুষ্টংকারে
রইল বাকি দুই।
আরাধনার দুইটি মেয়ে
দিতে গেলো সেঁক,
একটি ম'ল আগুন লেগে
রইল বাকি এক।
আরাধনার একটি মেয়ে
দেহে যৌবনের ঢেউ,
পার্টি করতে বারে গেলো
রইল না আর কেউ।