তুমি চাকুরী করো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে,
বিয়ের পরে বাপের বাড়ির খরচ চালাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি সকাল সকাল ঘুম থেকে উঠেই,
সবার আগে একা একা প্রাতরাশ খাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি একবেলা দায়সারা অখাদ্য রান্না করেই,
তিনবেলা খোঁটা দিয়ে একই খাবার খাওয়াও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি ভাতের হাঁড়ি আলাদা করার জন্য,
গৃহকর্ম করা নিয়ে বাড়িতে দক্ষযজ্ঞ বাঁধাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য,
শ্বশুরবাড়িতে তোমার ঘৃণ্য চক্রান্তের জাল বিছাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি ছেলেকে মা-বাবার কাছ থেকে ছিনিয়ে,
ক্রীতদাসের জীবন উপহার দিয়ে ঘরজামাই বানাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি সারাদিন রাস্তাঘাটে নিজের শরীর দেখিয়ে,
সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে টাকা কামাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি স্বামীকে অধিকার থেকে বঞ্চিত করে,
পরপুরুষের হাত ধরে একদিন পালিয়ে যাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি স্বেচ্ছাচারীর মতো চলতে না পারলেই,
গার্হস্থ্য হিংসার মিথ্যা মামলার ভয় দেখাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি সংসার না করলে বিবাহবিচ্ছেদের পরে,
খোরপোষ চেয়ে সম্পত্তির উপর ভাগ বসাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!
তুমি মায়ের দায়িত্ব পালন না করেই,
সন্তানের উপর তোমার একচ্ছত্র দাবি জানাও;
বলতে পারো আর কতো স্বাধীনতা চাও?!