অবশেষে এসে গেছে বহু প্রতীক্ষিত পূজোর মাস,
নদীর উভয় কূল আলো করে আছে শ্বেতশুভ্র কাশ।
প্রকৃতির গোমড়া মুখে বুঝি সুদিনের হাসি ফুটবেনা?
আর বৃষ্টি দিসনা মা।
চারিদিক জুড়ে আজ সাজ সাজ রব,
উৎসবের তালিকায় এযে সর্বশ্রেষ্ঠ পরব।
নৌকায় আসবি বলে বন্যার জল বুঝি নামবেনা?
আর বৃষ্টি দিসনা মা।
হাটেবাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগীতায়,
সাধ আর সাধ্যের মধ্যে ব্যবধান বেড়ে যায়।
কর্মহীন শ্রমিকের সন্তানের কি নতুন জামা জুটবেনা?
আর বৃষ্টি দিসনা মা।
রাস্তাঘাটের নেই কোন চিহ্ন, ভেঙ্গে গেছে পুল;
দফায় দফায় লোডশেডিং-এর নামে বিদ্যুৎ গুল।
তোর পূজোর মন্ডপে কি এবার আলো জ্বলবেনা?
আর বৃষ্টি দিসনা মা।
ডুবে গেছে ধানক্ষেত, শাক-সবজি আর লংকা;
কৃষকের বুকে শুধু হাহাকার আর অজানা আশঙ্কা।
আপামর ভক্তবৃন্দ কি পূজোর আনন্দে মাতবেনা?
আর বৃষ্টি দিসনা মা।