যদি আপনি বলেন,"একগ্লাস জল দাও",
আর উনি বলেন,"নিজে নিয়ে খাও";
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনার থাকে হাই ব্লাড প্রেসার,
আর উনার ধরা পড়ে অতিরিক্ত সুগার;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি একই বিছানায় উত্তর মেরু,
আর উনি ঘুমান হয়ে দক্ষিণ মেরু;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি করতে বলেন কিছু একটা,
আর উনি করেন ঠিক তার উল্টোটা;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি বলেন সূর্য উঠে পুবে,
আর উনি বলেন সূর্য উঠে পশ্চিমে;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি হন বোকা আর আহাম্মক,
আর উনি হন বুদ্ধিমতী আর চালাক;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি হয়ে থাকেন নিরিবিলি লোক,
আর উনি শুধুই করেন সারাদিন বকবক;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি শুটকি খেতে করেন পছন্দ,
আর উনার সহ্য হয় না গন্ধ;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।
যদি আপনি জি বাংলা দেখেন হামেশা,
আর উনি দেখতে চান স্টার জলসা;
তাহলে বুঝবেন যে আপনারা দু'জন রাজযোটক।