আর জি করের মৌমিতার লাশে বসেছিল মাছি,
তাতে আমার কি? আমি তো ভালোই আছি।
নিষ্পাপ মেয়েটি গণধর্ষণ শেষে হয়ে গেল খুন,
তা নিয়ে আমি লিখিনি ব্যানার কিংবা ফেস্টুন।
আমি মেরুদন্ড আর বুদ্ধি বিক্রি করে চলি,
আবার সবসময় বুক ফুলিয়ে নিজেকে বুদ্ধিজীবী বলি।
আমি কখনো বিদ্বজ্জন আবার কখনো সুশীল সমাজ,
শাসকের অনুদানের ভিক্ষায় ভাড়া খাটা আমার কাজ।
আমি টাকা পেলে তবেই প্রতিবাদী মিছিলে হাঁটি,
নয়তো নিজের পেছনে গুঁজে রাখি আমার মোমবাতি।
আমি অভিনয়,সঙ্গীত কিংবা ক্রীড়া জগতের শিল্পী,
আন্দোলনের নামে পথে নেমে দেখাই শুধুই ভেল্কি।
আমি কখনো মেকআপ করে কেঁদে গা ভাসাই,
আবার কখনো সাউন্ড এডিট করে শঙ্খ বাজাই।
আমি মুখ বুঁজে সহ্য করি প্রভুর তিরস্কার,
গায়ক হয়েও যদি পাওয়া যায় মহানায়ক পুরস্কার।
ঠিকই তো দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি,
কারণ গুজরাটে তো এমন ঘটনা কখনো হয়নি।
বলতে বলতে মোবাইলটা সশব্দে করে উঠলো ভাইব্রেট,
তাকিয়ে দেখি অ্যাকাউন্টে ঢুকেছে চটি চাটার পেমেন্ট।