জীবন জুড়ে শুধুই বিরহের কোলাহল,
কি হবে পান করে অ্যালকোহল?
দুর্ভাগ্যের শিকার হয়ে যখন হতাশ,
তখন সমাধান কি কাচের গ্লাস?
আমার চোখে মুখে চিন্তার ভাঁজ,
কি দূর করবে মদিরার ঝাঁজ?
পেটে হজম হয়না গরুর দুধ,
কিভাবে সহ্য করবো সোডার বুদবুদ?
দাম্পত্যের দাবানলে সংসার যখন নরক,
তখন কি শান্তি দেবে বরফ?
মনে থাকলে দুঃখ,কষ্ট,ব্যথা;
নেশা করতে হবে কেমন কথা?
ডাক্তার দেখাতে যেতে হয় হাসপাতাল,
তখন কি লাভ হয়ে মাতাল?
কি সকাল আর কি দুপুর,
তুলতে কি ভালো লাগে ঢেকুর?
কবিতা রচনা যখন আমার তপস্যা,
তখন কি দরকার এমন নেশা?
যে মুখে উচ্চারিত হয় ছন্দ,
তাতে কি শোভা পায় দুর্গন্ধ?
আকণ্ঠ পান করে সর্বনাশা সুরা,
আমি হতে চাই না বেসুরা।