আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন মনের আকাশে কল্পনার আওয়ারা মেঘ ভাসে;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন ভাবনার দ্বন্দ্ব খুঁজে পায় কবিতার ছন্দ;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন নিঃসঙ্গতার আঁতুরঘরে জন্মায় নৈসর্গিকতা;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন বিরহ-ব্যথা বুক ফেটে বলে কথা;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন নেশার ঘোরে পানপাত্রের মদিরা উপচে পড়ে;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন কোন মায়াবীনীর চাহনি সৃষ্টি করে সম্মোহনী;
তখন কবি না হয়ে আর পারিনি।
আমি কখনো কবি হবো ভাবিনি,
যখন দাম্পত্যের রুদ্ধদ্বারে পরকীয়া প্রেম কড়া নাড়ে;
তখন কবি না হয়ে আর পারিনি।