আমি আর আমার একাকীত্ব,
মোরা পরস্পরকে করেছি সম্পৃক্ত।
দেওয়ালঘড়ির টিক টিক শব্দ আর রাতের অন্ধকার,
একে অপরের সঙ্গে মিলে মিশে হয় একাকার।
উদ্যানবাটিকাতে সৌরভ ছড়ায় পারিজাত-চাঁপা-জুঁই,
আমি বুকের শূণ্যতা পূরণ করতে উপুড় হয়ে শুই।
শত ঔষধেও কমেনি মোর দুরারোগ্য বিরহব্যথা,
তাই বাধ্য হয়ে নিজের সঙ্গেই একা একা বলি কথা।
মোর দাম্পত্য যে আজ হয়ে উঠেছে গলার ফাঁস,
গার্হস্থ্যের বোঝা বইতে গিয়ে ফেলছি দীর্ঘশ্বাস।
আমার উদারতার বিনিময়ে সে দিয়েছে শুধুই ধোঁকা,
হ্রদয়টা তাই কুরে কুরে খাচ্ছে প্রতিশোধের ছারপোকা।
দরজার খিলি লাগিয়ে রাত জেগে দিই পাহাড়া,
জনমানবহীন এই বিরানায় কবিতাই একমাত্র সাহারা।