"সারাদিন বাড়িতে বসে থাকিস না,
ফুলের বাগান করতে পারিস না"?
এইসব উপদেশে দিই না সাড়া,
মনে জন্মেছে অনেক বিরহের চারা।
কল্পনার আকাশে ডানা মেলে উড়ে,
মাটিতে হোঁচট খেয়ে গিয়েছি পড়ে।
যদি আমার ব্যথা কেউ বুঝতো,
তাহলে আমার চোখের জল মুছতো।
কাউকে পরোয়া করি না আর,
বুকে জমেছে বিশাল হতাশার পাহাড়।
হৃদয়টা যেন একটা পরিত্যক্ত পুকুর,
উপেক্ষা আর অবহেলার কচুরিপানায় ভরপুর।
আমার জীবনের জমি ভীষণ ঊষর,
তাই আমার কবিতার রঙ ধূসর।
একদিন কিছুই থাকবে না গোপন,
যেদিন করবো আমার বিদ্রোহের বৃক্ষরোপণ।
বাঁশের কঞ্চি দিয়ে বানিয়ে মাচান,
আমি করবো আমার অভিমানের বাগান।
যেদিন আমার গাছে আসবে ফুল,
সবাই বুঝতে পারবে তাদের ভুল।