মৌনতার মাঝে মুষড়ে পড়ে আমার মনপাড়া,
আজ শব্দ যেখানে নিষিদ্ধ শুধু দীর্ঘশ্বাস ছাড়া।
সন্ধ্যা নামতে সবাই সদর দরজায় দেয় তালা,
কাব্যরস ছাড়া আমার পিপাসার্ত পঙক্তিমালা।
হঠাৎ অন্ধকার আকাশে দেখি বিদ্যুতের ঝিলিক,
তোমার বুঝি আসার সময় হল বৃষ্টি বসুমল্লিক।
কখনও তুমি উন্মাদিনী কখনওবা হও ভদ্রবেশী,
কখনও তুমি বাঁধো খোঁপা কখনওবা মুক্তকেশী।
তোমার আগমনে নিষিক্ত হ্রদয়ের অন্দরমহল,
তোমার আসক্তির সামনে ফিকে অ্যালকোহল।
মালাবদল শেষে শুরু হোক অন্তাক্ষরীর আসর,
আদর সোহাগে ভরে উঠুক মোদের বিবাহবাসর।
তোমার ধারায় ধুয়ে যাক আমার সকল কালিমা,
মায়াবী জোৎস্নায় তোমার সাথে হবে মধুচন্দ্রিমা।
তোমার ছোঁয়ায় আমার মাটির সোঁদা সোঁদা গন্ধ,
নিমেষে দূর করে দেবে আমার প্রেমের দ্বিধা-দ্বন্দ্ব।
যখন চুম্বন বিনিময় শেষে করবো আমরা আলিঙ্গন,
রাতের নীরবতার মাঝে বাজবে তোমার দুই কঙ্কণ।
সকাল হলে ভুলে যাবে আমার ভালোবাসার টান,
একই সঙ্গে সাঙ্গ হবে আমার মন্দবাসার উপাখ্যান।