আমি রান্না করতে সবসময় খুব ভালোবাসি,
আজ বলবো আমার কবিতা রান্নার রেসিপি।
প্রথমেই আবেগগুলিকে ভালো করে ধুয়ে রাখুন,
তারপরে ছোট ছোট টুকরা করে কাটুন।
মনের উনুনে কবিতা রান্নার কড়াই বসান,
কল্পনার দেশলাই কাঠি জ্বালিয়ে সেটা ধরান।
এবার পরিমাণ মতো অনুপ্রেরণার তেল ঢালুন,
পাঁচফোড়ন ফেলে কলমের খুন্তি দিয়ে নাড়ুন।
মিশিয়ে পেঁয়াজ,বাটা আদা আর রসুন;
আবেগগুলিকে জিরা,লঙ্কা আর তেজপাতাসহ ভাজুন।
যোগ করুন হিং,হলুদ আর নুন;
ধীরে ধীরে বাড়িয়ে দিন চুলার আগুন।
এবার ঢালুন দুই কর পরিমাণ জল,
দেখবেন সেদ্ধ হয়ে যাবে উপকরণ সকল।
সবশেষে দিয়ে দিন এক চামচ ঘি,
হয়ে যাবে কবিতা আর আপনি কবি।
বিতর্কের গরম মশলা মিশিয়ে নামিয়ে ফেলুন,
যৌনতার ধনেপাতা ছিটিয়ে পাঠককে পরিবেশন করুন।
বন্ধুগণ,যদি আপনাদের ভালো না লাগে;
দয়া করে ক্ষমা করে দেবেন আমাকে।