আমি ভাগ্যদেবীর আশীর্বাদ আর আনুকূল্য পাইনি,
তাই সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি।
জীবনের প্রথম থেকেই আমার বিধি বাম,
তাই কখনো পূরণ হয় না মনস্কাম।
কিছুতেই কাটছে না শনির সাড়ে সাতি,
তাই ব্যবসা বাণিজ্যে জ্বলছে লাল বাতি।
হাত দেখে জ্যোতিষী বলে কালসর্প যোগ,
তাই সবসময় লেগে থাকে বিভিন্ন রোগ।
বছরের বারো মাস আর ছয় ঋতু,
পিছু ছাড়ছে না রাহু আর কেতু।
জানিনা আমার উপর সৃষ্টিকর্তার কিসের রোষ,
কোষ্ঠী বিচার করিয়ে জানলাম মাঙ্গলিক দোষ।
এমেথিস্ট,গোমেদ,মুক্তা,নীলা আর প্রবাল;
আমি সব পাথর পরিধান করছি আজকাল।
দশম শ্রেণীতেই পড়াশোনা থেকে নিয়ে অব্যাহতি,
একাদশ শ্রেণীতে কিভাবে উঠবে আমার বৃহস্পতি?