কবিতার সঙ্গে যেদিন থেকে বেঁধেছি ঘর,
সেই আমার একমাত্র আপন বাকিরা পর।
সে আমার কল্পনাকে বাস্তবে রূপায়িত করে,
বিনিময়ে কোন স্বীকৃতি দাবি করে না।
সে আমার ভাবনাকে ভাষায় প্রকাশ করে,
কখনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না।
সে আমার দ্বন্দ্বকে ছন্দে পরিণত করে,
আমার উপর অভিমান করে থাকে না।
সে আমায় নতুন নতুন অনুপ্রেরণা যোগায়,
দিনরাত উঠতে বসতে খোঁটা দেয় না।
সে আমার লেখার অপেক্ষায় বসে থাকে,
কেন দেরি হয়েছে কৈফিয়ৎ চায় না।
সে আমার ভুলগুলি ঠিক করে দেয়,
কথায় কথায় শুধুমাত্র দোষ ধরে না।
সে আমার মতামতকে সবসময় সম্মান করে,
নিজের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয় না।
সে আমার অগোছালো জীবন গুছিয়ে রাখে,
"তোমার সংসারে খেটে মরি" বলে না।
সে আমার সব প্রয়োজন পূরণ করে,
"আমি বাড়ির কাজের লোক" বলে না।
সে আমার সুদিনে যেমন পাশে থাকে,
তেমনি দুর্দিনে ছেড়ে চলে যায় না।