আজ এক যুগ পরে,
তুমি এলে আমার শহরে।
ভালোই ছিলাম তোমায় ভুলে,
আজ ভেসে গেলাম তোমার কূলে।
জীবনটা যেন গিয়েছিল আমার থমকে,
হঠাৎ তোমায় দেখে গিয়েছি আমি চমকে।
তোমার এক মূহুর্তের সাক্ষাতের রেশ,
আমার কাছে অপার সুখের সমাবেশ।
আমি যতই হয়েছি তোমার বিরহব্যথায় বিদ্ধ,
তুমি ততই করেছ আমার কবিতাভান্ডার সমৃদ্ধ।
স্বীকার করে নিয়েছি এই ধ্রুব সত্য,
মোদের মাঝের আলোকবর্ষরূপী দূরত্ব।
তাই হেলায় বুকে পাথর চাপা দিয়ে,
উদাসীনভাবে চলে এলাম মুখ ঘুরিয়ে।
কাল তোমায় হারাবো অচেনা মুখের ভিড়ে,
তবু তোমায় খুঁজে বেড়াবো নিজের নষ্টনীড়ে।