আজ বনে বড়ই কুয়াশা,
আজ মনে বড়ই ধোঁয়াশা।
আজ বিহঙ্গ বড়ই একা,
আজ মৃদঙ্গ বড়ই ক্ষ্যাপা।
আজ যৌবন বড়ই রিক্ত,
আজ মৌবন বড়ই তিক্ত।
আজ ভ্রান্তির বড়ই প্রভাব,
আজ শান্তির বড়ই অভাব।
আজ শ্রদ্ধা-ভক্তি বড়ই লুপ্ত,
আজ দৃষ্টিশক্তি বড়ই সুপ্ত।
আজ ভাষা বড়ই ক্লিস্ট,
আজ আশা বড়ই পিষ্ট।
আজ বাসনা বড়ই অসংযত,
আজ রসনা বড়ই ক্ষত-বিক্ষত।
আজ দ্বি-প্রহর বড়ই নিঃস্তব্ধ,
আজ শহর বড়ই অবরুদ্ধ।
আজ অপরাহ্ন বড়ই লেলিহান,
আজ সায়াহ্ন বড়ই ম্রিয়মান।
আজ রজনী বড়ই গহিন,
আজ সজনী বড়ই উদাসীন।
আজ শশী বড়ই ক্ষীন,
আজ অসি বড়ই সঙ্গীন।
আজ গ্রহ-নক্ষত্র বড়ই তন্দ্রাচ্ছন্ন,
আজ রাজছত্র বড়ই ছিন্ন-বিচ্ছিন্ন।
নয়নে বাঁধভাঙ্গা অশ্রু মানছেনা কিছুতেই থামার,
তবুও যে বিশ্বাস আগামীকাল হবে শুধুই আমার।